শেষ হলো শিলিগুড়ির মাটিগাড়ার সিটিসেন্টারে তিন দিনের
শিলিগুড়ি ট্রাভেল ফেয়ার। উত্তরবঙ্গের এই পর্যটন মেলার উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের নব নির্বাচিত প্রধান বিনয় তামাং। ইন্ডিয়া টুরিস্ম ও সারা দেশ থেকে মোট পাঁচটি রাজ্য পর্যটন দপ্তর অংশ নিয়েছিলেন শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ বর্ষ শীতকালীন এই পর্যটন মেলায়।