রুফ টপে ডার্ক ব্যারেল

দি ডার্ক ব্যারেল | ছবি : দিপান্বীতা দাস

আপনি কি খাদ্য রসিক? খেতে ভালবাসেন! কলকাতার বুকে আবির্ভাব হল আরও একটি অসাধারণ ইটারির। আলো – আঁধারীর অসামান্য পরিবেশে প্রিয়জনের সঙ্গে একটা সন্ধ্যা রসে বসে কাটাতে হলে সল্টলেকের সেক্টর ২ নবীন “ডার্ক ব্যারেল” এ একবার আসতেই হবে। সকলের জন্য “ডার্ক ব্যারেল” নিয়ে এসেছে নানান লোভনীয় খবরের সঙ্গে নানান স্বাদের ককটেলের ও মকটেলের বিশাল সম্ভার। আপনি কি বিরিয়ানি বা পান খেতে পছন্দ করেন? ডার্ক ব্যারেলের ঝুলিতে রয়েছে আপনার পছন্দসই বিরিয়ানি, পান ইত্যাদি স্বাদের রকমারি ককটেল ও মকটেল।

আসন্ন বড়দিন ও নতুন বছরের জন্য ডার্ক ব্যারেল নিয়ে এসেছে নানান লোভনীয় কম্ব অফার। আরও থাকছে খোলা আকাশের নীচে বন ফায়ার এর ফ্রী ব্যবস্থা। শীতের সন্ধ্যায় উষ্ণ আবাহন জানায় ফরাসী মেদুরতায় মোড়া সল্টলেকের এই রুফ টপ লাউঞ্জ ডার্ক ব্যারেল।

রকমারী খাবার | ছবি : দিপান্বীতা দাস

মকটেল | ছবি : দিপান্বীতা দাস

%d