জয়পুর পর্যটন উত্‍সব ২০১৭

চিত্র: সংগৃহীত

চিত্র: সংগৃহীত

চিত্র: সংগৃহীত

আগামী ১৫ ডিসেম্বর ২০১৭ থেকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুরে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী ২য় বর্ষ জয়পুর পর্যটন উত্‍সব। পর্যটন উত্‍সবকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাঁকুড়া জেলার জয়পুরে রয়েছে গভীর জঙ্গল যা পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এছাড়াও জয়পুর বিখ্যাত তার প্রাচীন ইতিহাস, ভাস্কর্য, সুপ্রাচীন মন্দির এবং জয়পুরকে কেন্দ্র করে সহজেই দেখে নেওয়া যায় জয়রামবাটি, কামারপুকুর, বাঁকুড়ার শুশুনিয়া, বিষ্ণুপুর ইত্যাদি পর্যটনস্থল।

চিত্র: সংগৃহীত

এবারের জয়পুর পর্যটন উত্‍সবে থাকছে পর্যটন সংক্রান্ত আলোচনা সভা, বাউল, কবিগান সহ বিষ্ণুপুর ঘরণার শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান। এছাড়াও ৫ দিনের এই মেলায় হাজির থাকবেন বাংলা চলচ্চিত্র জগতের একঝাঁক শিল্পী। উত্‍সব প্রাঙ্গণে তৈরি করা হচ্ছে ভাস্করানন্দ ও রামায়ণ পন্ডিত নামাঙ্কিত দুটি মঞ্চ। আরও থাকছে স্থানীয় শিল্পীদের হাতের কাজ নিয়ে এক বিরাট প্রদর্শনী, সঙ্গে থাকছে নানান স্টল। উত্‍সব কমিটির পক্ষে মন্ত্রী শ্যামল সাঁতরা জানলেন তারা এই উত্‍সব উপলক্ষে জয়পুরের পর্যটন কে নিয়ে এক তথ্যচিত্রের উদ্বোধন করবেন আগামী ১৬ ডিসেম্বর। পর্যটন উত্‍সবকে কেন্দ্র করে প্রকাশ হতে চলেছে জয়পুরের পর্যটন কেন্দ্রগুলির ছবি সম্বলিত একটি পুস্তকও।

%d bloggers like this: