কুম্ভমেলার মুকুটে নতুন পালক

ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান করে নিল ভারতের বিখ্যাত কুম্ভমেলা। দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে ইউনেস্কোর সাংস্কৃতিক বডির বিশ্ব হেরিটেজ কমিটি আয়োজিত এক সভায় এই ঘোষণা করা হয়। লক্ষাধিক ভক্তের সমাগমে প্রতিবারই এক আলাদা মাত্রা পায় এই মেলা। সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে (এলাহাবাদ) অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। ধর্মীয় ও বৈচিত্র’র গুরুত্ব এবং সার্থকভাবে তা পালনই কুম্ভ মেলার মূল আকর্ষণ। এই বিশেষ স্বীকৃতি লাভ করল মূলত এই কারণেই তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত এই বছর এলাহাবাদের প্রয়াগে আগামী ২০১৮’র জানুয়ারী মাসে বসতে চলেছে অর্ধকুম্ভ। মাঘ মাসের এইমেলা সারা বিশ্বের হিন্দুদের কাছে অন্যতম বৃহত্তম ধার্মিক মেলা হিসাবে খ্যাত।

%d bloggers like this: