সফলতার আনন্দে হ্যামলিন

ছবি : দিপান্বীতা দাস

বর্তমানের ফাস্ট লাইফস্টাইল এ আমরা সকলেই কম বেশী ফ্যাশনেবল ড্রেস, পার্টি ওয়েয়ার, ফ্যাশন সামগ্রীর প্রেমে পড়তে বাধ্য। কলকাতার মেট্রো প্লাজায় ৩০০০ বর্গ ফুটের শো রুম নিয়ে ২ বছর আগে পথ চলতে শুরু করা হ্যামলিন গ্রাণ্ডে তাদের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ হাতে তৈরী ফ্যাশনেবল ফুটওয়েয়ার, পার্টি সামগ্রী, ও ওয়েডিং কালেক্শন। সম্প্রতি হ্যামলিন গ্রাণ্ডে তাদের ২ বছর পূর্তিতে আয়োজন করেছিল সাফল্য পার্টির।হ্যামলিন গ্রাণ্ডের কর্ণধারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে শুধু মাত্র ভারতেই অন্য, ভারতবর্ষের অন্যান্য প্রান্ত সহ বাংলাদেশ ও দুবাইতে ফ্যাশনেবল ফুটওয়েয়ার, ব্যাগ, পার্টি সামগ্রী এবং ওয়েডিং কালেক্শন নিয়ে হ্যামলিন গ্রাণ্ডে খুলতে চলেছে তাদের শোরুম।

ছবি : দিপান্বীতা দাস

%d bloggers like this: