ত্রিপুরা রাজধানী পেলো

বহুবছরের শবরীর প্রতীক্ষার পর অবশেষে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরু হোল ত্রিপুরার আগরতলা থেকে। 28 অক্টোবর দুপুরে আগরতলায় আগরতলা থেকে দিল্লির আনন্দবিহারের মধ্যে চলাচলকারী রাজধানী এক্সপ্রেসের অনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাই। ত্রিপুরাবাসীদের বহুদিনের স্বপ্ন পূরণ হোল আজ। যদিও এই ট্রেনটি সরকারিভাবে তার যাত্রা শুরু করবে আগামী ৬ নভেম্বর থেকে। আপাতত সপ্তাহে একদিন চলবে ট্রেনটি। উল্লেখ্য ১৪ কোচের (১টি এসি প্রথম শ্রেণী, ২টি এসি টু টায়ার, ৮টি এসি থ্রী টায়ার, ১টি প্যান্ট্রিকোচ ও ২টি পাওয়ার সহ লাগেজ কোচ) এই ট্রেনটি যাত্রাপথে ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের মোট ১৬টি স্টেশনে থামবে। মোট সময় লাগবে ৪০ ঘণ্টা ৫০ মিনিট। ত্রিপুরা সহ সমগ্র উত্তরভারতের পর্যটনের বিকাশে এই ট্রেন বিশেষ ভূমিকা নেবে টা সহজেই অনুমেয়।

%d bloggers like this: