আকর্ষণ বাড়ছে কলকাতা চিড়িয়াখানার

আসন্ন শীতের মরশুমে কলকাতা চিড়িয়াখানার আকর্ষণ আরও বাড়তে চলেছে। সম্প্রতি কলকাতা চিড়িয়াখানা জাপান থেকে উপহার হিসাবে পেলো ২টি পুরুষ ও ২টি মহিলা সমেত ৪টি গ্রে ক্যাঙ্গারু। এদের বয়স যথাক্রমে ৩, ১০ মাস ও ২টির ১ বছর। যদিও এই ক্যাঙ্গারুগুলিকে এই মুহুর্তেই দর্শকেরা দেখতে পাবেন না। কলকাতা চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানালেন আগামী ডিসেম্বর থেকে এদের দর্শকদের সামনে নিয়ে আসা হবে। যদিও এর আগে ৪টি ক্যাঙ্গারু কলকাতা চিড়িয়াখানায় ছিলো কিন্তু তারা মারা যাবার পর প্রায় ৬ বছর পর ক্যাঙ্গারুর আগমন ঘটল কলকাতা চিড়িয়াখানায়। এখন দেখার এই ক্যাঙ্গারুগুলি কতটা খাপ খাওয়াতে পারে কলকাতার আবহাওয়ার সঙ্গে। এই ৪টি ক্যাঙ্গারু ছাড়াও কলকাতা চিড়িয়াখানায় হায়দ্রাবাদ থেকে আসতে চলেছে ৬টি মাউস ডিয়ার, ২টি সিংহ ও ১টি জাগুয়ার। এই প্রথম কলকাতা চিড়িয়াখানার দর্শকেরা দর্শন পাবেন জাগুয়ারের। এই সকল পশুগুলিকে নিয়ে কলকাতা চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ আশাবাদী আগামী শীতের পর্যটন মরশুমে পর্যটকদের ঢল নামবে চিড়িয়াখানায়।

%d bloggers like this: