সাফারি পার্কে দুজন নতুন সদস্য

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক স্বাগত জানালো জেনিফার ও ধ্রুবকে। গত ২৫ অক্টোবর ৮ বছর ও ১৭ বছরের দুটি হিমালয়ান কালো ভাল্লুককে নিয়ে আসা হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে, এই দুটি হিমালয়ান কালো ভাল্লুককে দার্জিলিং থেকে নিয়ে আসা হয়েছে এখানে। এখন কিছুদিন আপাতত এই দুটিকে খাঁচায় রাখা হবে ও কিছুদিন পর তাদেরকে সাফারি পার্কের মুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে পার্ক সুত্রে জানা যায়। বর্তমানে তাদের এমন ভাবে রাখা হয়েছে যাতে তাদের এই পরিবেশের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারে। এই দুটি হিমালয়ান কালো ভাল্লুকের আগমনে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আগামী শীতের মরশুমে পর্যটকদের ভীড় আরও বাড়বে তা বলাই যায়।

%d bloggers like this: