এই নভেম্বরে পাহাড় আগের রূপে ফিরবেই

গঙ্গা মাইয়া পার্ক, দার্জিলিং

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিষ্ট্রেসন প্রশাসনিক বোর্ড ভীষণ আশাবাদী আসন্ন শীতের মরশুমেই পাহাড়ের রাণী দার্জিলিঙে আবার আগের মতই আপামর বাঙালি সহ সকল পর্যটকদের ভিড় বাড়বেই, আর এই উদ্দেশ্যে পাহাড়ের পর্যটনকে জনসাধারণের কাছে তুলে ধরতে ও পাহাড়ের পর্যটনের যাবতীয় পরিকাঠামো যা কিনা বিমল বাহিনীর ডাকা বিগত ১০৪ দিনের টানা বন্ধে ও হিংসাত্মক আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে আবার নতুনকরে সাজিয়ে তুলে দার্জিলিংকে আবার সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তুলতে জি॰টি॰এ’র বর্তমান বোর্ড বদ্ধপরিকর। আগামী নভেম্বরেই তারা এই কাজ শেষ করতে পারবেন বলে জানান জি॰টি॰এ’র বর্তমান চেয়ারম্যান।

বাতাসিয়া লুপ, দার্জিলিং

হিমালয়ান জু, দার্জিলিং

%d