Site icon Sambad Pratikhan

কলকাতায় হোক বুদ্ধ পর্যটন উত্‍সব

Advertisements

গত ২৮ জুলাই কলকাতার এক অভিজাত হোটেলে ভারত সরকারের বিদেশ মন্ত্রক ও ইন্সটিটিউট অফ সোশ্যাল এন্ড কালচারাল স্টাডিস এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক প্রেক্ষ্যাপটে পশ্চিমবঙ্গে হেরিটেজ ট্যুরিজিম শীর্ষক এক আলোচনা সভায় গ্রামীণ পর্যটনে অভিজ্ঞ রাজ বসু আবেদন করেন পশ্চিমবঙ্গে যেহেতু এক সময় অনেক বৌদ্ধ জনপদ ছিল এবং প্রত্নতাত্বিক খননের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৌদ্ধ জনপদের নানা নিদর্শন পাওয়া যাচ্ছে, তার সাথে এখনো বিদ্যমান বুদ্ধের দাঁত কলকাতা জাদুঘরে, এই কারণে রাজ্যে বৌদ্ধ পর্যটকদের আকর্ষণ করতে কলকাতায় প্রতিবছর আয়োজন করা হোক আন্তর্জাতিক বুদ্ধ পর্যটন উত্‍সব। এদিনের আলোচনা চক্রে এশিয়াটিক সোসাইটির কিউরেটর কেকা ব্যানার্জি অধিকারী রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৌদ্ধ জনপদের ভগ্নস্তুপকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন রাখেন রাজ্য পর্যটন দপ্তরের কাছে। আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটনের ডিরেক্টর রজত কুমার বসু, অভিনেতা ও প্রকৃতি প্রেমিক সব্যসাচী চক্রবর্তী, ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষে কলকাতা শাখা সচিবালয়ের সচিব কাজরি বিশ্বাস, ভারতের মহাবোধি সোসাইটির সাধারণ সম্পাদক ভান্তে সেভালি থেরো, আই এস সি এস এর সাধারন সম্পাদক অরিন্দম মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ । এদিন রাজ্যের যেখানে যেখানে প্রাচীন বৌদ্ধ জনপদের সন্ধান পাওয়া গিয়েছে সেই বিষয় ভারত সরকারের বিদেশ মন্ত্রক ও আই এস সি এস এর যৌথ উদ্যোগে একটি বৌদ্ধ পর্যটনের মানচিত্র প্রকাশ করা হয়।

Exit mobile version