রাজ্যে এবার উত্‍সা ধারা

শহীদ স্মারক, ব্যারাকপুর | ছবি: স্বরূপম চক্রবর্তী

দিল্লির অমর জওয়ান জ্যোতির আদলে এবার আমাদের রাজ্যেও সিপাহী বিদ্রোহ এর অন্যতম শহীদ মঙ্গল পাণ্ডে সহ ১৮৫৭ সালকে স্মরণে রেখে পশ্চিমবঙ্গ সরকার ব্যারাকপুরে স্থাপন করতে চলেছে শহীদ স্মরণে অগ্নিশিখার। সম্প্রতি ব্যারাকপুরে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে এক ঘোষণায় জানান দিল্লির অমর জওয়ান জ্যোতির ন্যায় আমাদের রাজ্যের এই অগ্নিশিখার নাম হবে ‘উত্‍সা ধারা’, তিনি সিপাহী বিদ্রোহকে স্মরণ করে একটি পর্যটন সার্কিটও আগামীতে গড়ে তোলার পক্ষেও জোরালো সওয়াল করেন।

%d