টিটিএফ এর ২৮ বছর

টিটিএফ ২০১৭ | নিজস্ব চিত্র

টিটিএফ ২০১৭ | নিজস্ব চিত্র

পর্যটকদের আসন্ন পুজোর মরশুমে অকর্ষিত করার লক্ষ্যে পর্যটনের বিবিধ পশরা সাজিয়ে কলকাতায় হাজির দেশ বিদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী পর্যটন সংস্থাগুলি। এদের মধ্যে যেমন রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন সহ ২৪ টি রাজ্যের সরকারী পর্যটন । সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির ৪০০ বেসরকারি পর্যটন সংস্থা। এর সাথে বাঙালির বিদেশ ঘোরার পিপাসাকে বাস্তবায়িত করতে হাজির হয়েছে চীন, ম্যাকাও, নেপাল, থাইল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। প্রসঙ্গত শ্রীলঙ্কা এবছরই প্রথম এদেশের পর্যটকদের আকৃষ্ট করতে ২৮ তম আন্তর্জাতিক ভ্রমণ মেলা (টিটিএফ), কলকাতায় হাজির। মেলার প্রধান উদ্যোক্তা ফেয়ার ফেষ্ট মিডিয়ার সঞ্জীব আগরওয়ালকে কিছুটা চিন্তিত দেখলো ভারতবর্ষে সাম্প্রতিককালে পর্যটনের ওপর সবথেকে বেশি জি এস টি ধার্য হাওয়ায়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের চীন পর্যটন দপ্তরের প্রধান তিয়ান শিন, ভারতে নিযুক্ত থাইল্যান্ড এর ডেপুটি কনসাল জেনারেল সিরিনপা সিনপাত্তানানুকূল। বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল নিখিল রঞ্জন রায়, পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের সেক্রটারী মণীশ জৈন এবং পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটনের ডিরেক্টর রজত বসু। তিনদিনের এই মেলা শেষ হবে ৯ জুলাই রবিবার।

টিটিএফ ২০১৭ | নিজস্ব চিত্র

%d