শাক্ত ধর্মের বৈষ্ণব পীঠস্থান পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র নবদ্বীপ ও অষ্টাদশ শতকে ইউরোপ থেকে কলাকুশলী এনে পুরোপুরী পরিকল্পনা করে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করিয়েছিলেন যে শহরটি, মদমমোহনের সেই শহর কোচবিহার ও হতে চলেছে ভারতের অন্যতম দুটি হেরিটেজ শহর। দেশী বিদেশী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে রাজ্যের এই দুটি শহর।মূলত রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় হেরিটেজ কমিশনের সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি শহরের ইতিহাস পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয় পুর দপ্তর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, বি.ই. কলেজের সায়েন্স এন্ড টেকনোলজীকে। শ্রী চৈতণ্যের স্মৃতি বিজড়িত নবদ্বীপ এবং কোচ রাজ্যের রাজভূমি কোচবিহার হেরিটেজ শহরের তকমা পেলে বিদেশী পর্যটকের সংখ্যা বৃদ্ধির সাথে রাজ্যের হাতে আসবে কেন্দ্রীয় সরকারের বিশেষ আর্থিক সহায়তা।