শিল্পকলা গ্যালারী পাতাটি সকল নবীন শিল্পীদের নিজেদের। নিজেদের আঁকা ছবি আমাদের ই-মেল করে পাঠিয়ে দাও, আমরা তোমাদের আঁকা ছবি এখানে পোস্ট করবো। প্রতি মাসের সেরা শিল্পীকে আমরা বিশেষ স্বীকৃতি প্রদান করবো।
নিজেদের আঁকা ছবি ফটো তুলে ই-মেল করো, সঙ্গে নিজের নাম, বাবার নাম, বয়স, স্কুল বা কলেজের নাম, পুরো ঠিকানা (ফোন বা মোবাইল নং সহ) পাঠিয়ে দাও আমাদের দপ্তরে।
এই পক্ষের শিল্পী হুগলি জেলার রিষড়া নিবাসী অষ্ঠম শ্রেণী’র ছাত্রী তানিশা শা, বয়স – ১৩ বছর,
অঙ্কণ শিক্ষা কেন্দ্র- কৃষ্টি অ্যাকাডেমী, রিষড়া ।
শিল্পী হুগলি জেলার রিষড়ার সৌমী সাহা, হাওড়া মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।